• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন

সারাদেশে পবিত্র শবে মেরাজ পালিত


প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০১৭, ৯:২৬ AM / ৭০
সারাদেশে পবিত্র শবে মেরাজ পালিত

ঢাকারনিউজ২৪.কম:

ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও ইবাদত-বন্দেগি এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে সোমবার (২৬ রজব) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মেরাজ পালিত হয়েছে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাত্পর্য’ শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিল এবং মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়া মুসল্লিদের বিশেষ ইবাদত-বন্দেগির জন্য বায়তুল মোকাররম সারা রাত উন্মুক্ত রাখা হয়। দিবসটি উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- বাদ আসর আলোচনা সভা, বাদ মাগরিব ওয়াজ ও মিলাদ মাহফিল।

এছাড়া বাদ এশার দেশের প্রায় সব মসজিদে বিশেষ বয়ান, নফল নামাজ আদায়, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পবিত্র এ দিনটি পালনে অনেকে দান-সদকা করেন। এছাড়া ধর্মপ্রাণ অনেকে নফল রোজা রাখেন। আজও অনেকে নফল রোজা রেখেছেন।

এসআর/জেআইএম

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০৯.৩৫এএম/২৫//২০১৭ইং)