• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:১০ অপরাহ্ন

সাদা ভুট্টায় উৎপাদন বেশি


প্রকাশের সময় : মে ১৯, ২০১৭, ১১:২৬ PM / ২৮
সাদা ভুট্টায় উৎপাদন বেশি

 

ঢাকারনিউজ২৪.কম, নীলফামারী : ‘কৃষক পর্যায়ে সাদা ভুট্টার উৎপাদন প্রযুক্তি এবং খাদ্যের উপর’ মাঠ দিবস বৃহস্পতিবার বিকেলে (১৮মে) নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে সরকারের মোড়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গম গবেষণা কেন্দ্র বিএআরআই (বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট) দিনাজপুরের পরিচালক ড. নরেশ চন্দ্র দেব বর্মা।
ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জুর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস ও সদর উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গম গবেষনা কেন্দ্র দিনাজপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশে মানুষের খাবার উপযোগী সাদা ভুট্টা সংগ্রহ, মুল্যায়ন ও পরিচিতি করণ প্রকল্পের প্রধান গবেষক ড. আবু জামান সরকার।
অন্যান্যের মধ্যে ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিন ফেরদৌস, কৃষক রজব আলী বক্তব্য দেন। পরে নুতন জাতের সাদা ভুট্টা প্রদর্শনী প্লটের ফসল কর্তন করেন অতিথিরা।
গম গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশরাফুল আলম বলেন, নীলফামারী সদর ও ডোমার উপজেলায় ১৪জন কৃষক ১৪ বিঘা জমিতে সাদা ভুট্টা আবাদ করেছেন। বিঘা প্রতি ২৬ মণ পর্যন্ত ভুট্টা উৎপাদন হয়।
আয়োজক সংস্থা জানায়, সাদা ভুট্টা আটার সাথে গমের আটা মিশ্রন করলে খেতে স্বুস্বাদু হয়। ভারতীয় পিএসসি-১২১ জাতের সাদা ভুট্টা উৎপাদনে আর্থিক ও কারিগরি সহযোগীতা করছে কৃষি গবেষণা ফাউন্ডেশন।
নীলফামারীতে দ্বিতীয় বারের মতো এই জাতের ভুট্টা আবাদ হলো বলে জানান উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিন ফেরদৌস। গেল মৌসুমে ৮বিঘা জমিতে আবাদ হয়েছিলো বলে জানান তিনি।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:২৫পিএম/১৯/৫/২০১৭ইং)