• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

সাউথ এশিয়া স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ


প্রকাশের সময় : মে ৫, ২০১৭, ৯:৩৫ PM / ৪৪
সাউথ এশিয়া স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : দক্ষিণ এশিয়ার ৭টি দেশের মধ্যে টেলি যোগাযোগ, আবহাওয়াসহ অন্যান্য যোগাযোগ সংক্রান্ত খবর দ্রুত আদান-প্রদানের জন্য সাউথ এশিয়া স্যাটেলাইট-এর সফল উৎক্ষেপণ হয়েছে। ভারতের স্থানীয় সময় শুক্রবার ৪:৫৭ মিনিটে ৪৫০ কোটি রুপি মূল্যের এই স্যাটেলাইটটি যাত্রা শুরু করে।

ভারতের অন্ধ্র প্রদেশের শ্রিহারিকোতার জিএসএলভি স্যাটেলাইট নিক্ষেপণ কেন্দ্র থেকে সেটি নিক্ষেপ করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে পাকিস্তান বাদে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের জন্য এ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হল।

স্যাটেলাইটি উৎক্ষেপণ শেষে সাতটি দেশের রাষ্ট্রপ্রধান একটি ভিডিও কনফারেন্সে ভাষণ দেন। স্যাটেলাইটটি থেকে সুবিধা পাওয়া দেশগুলো হচ্ছে- ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
স্যাটেলাইটটি উৎক্ষেপণের মধ্যদিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মহাকাশ ও টেলিযোগাযোগ খাতে এক নতুন দিগন্তের সূচনা হল।

এ স্যাটেলাইটের নাম দেয়া হয়েছে ‘জিএসএটি-০৯’। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) এটি তৈরি করেছে।

স্যাটেলাইটটির ওজন ২ হাজার ২৩০ কেজি। এটি নির্মাণে ৩ বছর সময় লেগেছে। এই স্যাটেলাইট এসব দেশের মধ্যে টেলিযোগাযোগ, টেলি-মেডিসিন, টেলি-এডুকেশন এবং অন্যান্যের খাতে দ্রুত সেবা প্রদানে অবদান রাখবে।

তথ্য উপাত্ত প্রদানের মাধ্যমে স্যাটেলাইটটি পানি সংরক্ষণ উদ্যোগ, আবহাওয়া বার্তা এবং প্রাকৃতিক দুর্যোগের সতর্ক বার্তা পাঠাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৯:৩৩পিএম/৫/৫/২০১৭ইং)