• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

সাইফ-কারিনার ছেলের নাম বিতর্কে শাহরুখ!


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০১৭, ৪:৩৪ PM / ৩৮
সাইফ-কারিনার ছেলের নাম বিতর্কে শাহরুখ!

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : জন্মের পর থেকেই আলোচনায় সাইফ ও কারিনার ছেলে। গত ডিসেম্বরে তার নাম তৈমুর আলি খান রাখার পর থেকে বিতর্কের ঝড় তোলে একদল সমালোচক। কুখ্যাত বিজেতা তৈমুর লং-এর নাম কেন রাখলেন সাইফ-কারিনা এ নিয়ে ফেসবুক, টুইটার ও মিডিয়ায় ঝড় ওঠে। নাম নিয়ে বিতর্কের জবাবে সাইফ আলি খান জানিয়েছিলেন তৈমুর নামটি আরবি থেকে নিয়েছেন যার অর্থ লোহা। এ নামটি মা-বাবা দুজনই পছন্দ করেছেন। কারিনা অবশ্য সোজাসাপটা বলে দিয়েছিলেন, যারা নাম নিয়ে হইচই করেছে তাদের নিয়ে কোনো মাথাব্যথা নেই।
সম্প্রতি সাইফ আলি খান ছেলের নাম বিতর্কের জবাবে আরেকটি নতুন প্রসঙ্গ আনেন এবং সেখানে বলিউড কিং শাহরুখ খানকে নিয়ে আসেন। বিখ্যাত মুঙ্গল বিজেতা তৈমুর লংয়ের সবচেয়ে সেরা সেনাপতি ছিলেন শাহরুখ। শাহরুখ আবার ছিলেন তৈমুর লংয়ের ছেলে। সাইফ আলি খান পতৌদি প্রশ্ন ছুড়েন যদি তৈমুর নামটি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে শাহরুখ খান নামটি নিয়ে কেন নয়? সূত্র : টাইমস্ অব ইন্ডিয়া।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৪:৩০পিএম/২৩/২/২০১৭ইং)