• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

‘সরকারি শিশুকে’ বুকের দুধ খাইয়ে বাঁচালেন যে নারী…


প্রকাশের সময় : জুন ৬, ২০১৮, ৯:৫৭ AM / ২৭
‘সরকারি শিশুকে’ বুকের দুধ খাইয়ে বাঁচালেন যে নারী…

ঢাকারনিউজ২৪.কম,ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যে এক নবজাতককে ময়লার স্তুপে ফেলে দেওয়া হয়েছিল। এক নারী পুলিশ তাকে উদ্ধার করেন এবং নিজের বুকের দুধ খাইয়ে তার জীবন বাঁচান।

৫ জুন, শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

বিবিসি জানায়, শুক্রবার ব্যাঙ্গালুরুর একটি নির্মাণাধীন ভবনের কাছে ময়লার স্তুপে এক নবজাতক শিশুকে দেখেন ওই এলাকার এক ব্যবসায়ী। তিনি পুলিশকে ফোন দেন। পুলিশ এসে দেখে, শিশুটির সারা শরীর রক্তাক্ত। ধারণা করা হয় কয়েক ঘণ্টা আগেই তার জন্ম হয়েছে। শিশুটি নিস্তেজ হয়ে পড়ছিল দেখে পুলিশ সদস্য অর্চনা তাকে বুকের দুধ খাওয়ানোর সিদ্ধান্ত নেন। কিছুদিন আগেই অর্চনা এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

অর্চনা আধা ঘণ্টা ওই শিশুটিকে দুধ দেওয়ার পর সে কিছুটা শক্তি পায় এবং কেঁদে ওঠে। এরপর শিশুটিকে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

অর্চনা বলেন, ‘আমি সহ্য করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার নিজের ছেলেই কাঁদছে।’

শিশুটির জীবন বাঁচানোর উদ্যোগ নেওয়াতে অর্চনার প্রশংসা করছেন তার সহকর্মীরা। স্থানীয়রা শিশুটিকে ‘সরকারি শিশু’ বলে অভিহিত করছে। চিকিৎসার পর এক শিশুসদনে রাখা হয়েছে তাকে।

শিশুটিকে এভাবে ফেলে যাওয়াতে এক অভিযোগ দাখিল করেছে পুলিশ। কোনো অভিভাবক পাওয়া না গেলে শিশুসদনেই থাকবে সে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:৪৫এএম/৬/৬/২০১৮ইং)