• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন

সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ!


প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২০, ১১:৩৪ PM / ৫২
সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ!

শেখ সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৪ নং বারইখালী ইউনিয়নে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের পায়তারা করায় গণ অভিযোগ দায়ের হয়েছে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে ।

লিখিত অভিযোগে জানা গেছে, ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম শেখপাড়া গ্রামের মজিবর রহমানের বাড়ির সামনে দিয়ে সরকারি রেকর্ডিও ভাড়ানি খালটি প্রবাহিত । উম্মুক্ত খালটির উভয় পাশের্^র প্রায় ৩ শ’ বিঘার মালিকাধীন জমি ও ছোট বড় দুই শতাধিক ঘের রয়েছে। আর খালের মাধ্যমে এলাকাবাসি পানি নিষ্কাষনসহ জোয়ার ভাঁটার সুবিধা ভোগ করছে। কিন্তুএলাকার কতিপয় প্রভাবশালী স্বার্থন্বেষী মহল বাঁধ দিয়ে মাছ চাষের অপচেষ্টা চালাচ্ছে। এতে করে ফসলহানী সহ এলাকার হাজার হাজার লোক ক্ষতির সম্মখীন হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি সদস্য নাজমুল হাসান রানা ও এলাকাবাসি গণ অভিযোগ দায়ের করেছে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে। প্রভাবশালী মহলটি যাতে নিজ স্বার্থ হাসিলে ফসলহানী সহ এলাকার বৃহৎ ক্ষতি থেকে রক্ষার আবেদন করেছে এলাকাবাসি।

ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল জানান, অস্থায়ী ভিত্তিতে এ বাঁধ দেয়া হচ্ছে। ধান কাটার মৌসুম শেষ হলে আবার বাঁধ খুলে দেয়া হবে।

সহকারী কমিশনার (ভ‚মি ) মিকাইল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:২৮পিএম/২৯.১২.২০২০ইং)