• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন

সমর্থন পেলে এমপি নির্বাচন করবো : খোরশেদ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০১৭, ৮:৩৬ PM / ৪৬
সমর্থন পেলে এমপি নির্বাচন করবো : খোরশেদ

 

ঢাকারনিউজ২৪.কম, নারায়ণগঞ্জ : কেন্দ্রীয় যুবদলের সহ- শ্রম বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, মনোনয়ন চাওয়া কর্মীর অধিকার। আর তাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিশন- ২০৩০ কে সফল করার উদ্দেশ্যে আপনাদের সমর্থন পেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি তৃণমূলের প্রতিনিধি হিসেবে অংশ নিতে চাই।

তিনি বলেন, নির্বাচনে অংশ নিলেও মনোনয়নের লোভে নেতাকর্মীদেরকে বিভ্রান্ত করব না। কিংবা কাঁদা ছুড়াছুড়ি করে দলের বদনাম যেনো না হয় সেদিকেও লক্ষ্য রাখব। আমি দলের জন্য কাজ করি এবং দলের জন্যই কাজ করব। আর তাই শেষ পর্যন্ত নেত্রী যাকে যোগ্য মনে করবে, তার পাশে থাকব।

 

শনিবার (৯ সেপ্টেম্বর) বন্দর থানা-উপজেলা ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আয়োজনে খালেদা জিয়া ও তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ তূখুর নেতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আরো বলেন, অনির্বাচিত এ সরকারের কাছে মানবতার কোনো মূল্য নেই। আর তাই তুরস্ক থেকে রাষ্ট্র প্রধানরা এসে রোহিঙ্গাদের পাশে গিয়ে দাঁড়ালেও আমাদের প্রধানমন্ত্রী এখনো তাদের পাশে গিয়ে দাঁড়াবার সময় পাননি।

21476210_288010211683674_1514315616_n

এসময় তিনি বাংলাদেশে অবস্থানরত অসহায় রোহিঙ্গাদের জন্য সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান সকলের প্রতি।

21462611_1782646861765150_6125818966718911387_n

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রানা মুজিব সহ অন্যান্য যুগ্ম আহবায়কবৃন্দ। সভাপতিত্ব করেন বন্দর থানা যুবদলের সভাপতি আমীর হোসেন। সঞ্চালনায় ছিলেন, নজরুল ইসলাম, শহীদুল ইসলাম রিপন, আহম্মদ আলী ও ফিরোজ আহম্মেদ।

 

অনুষ্ঠান শেষে সকল যুবদল নেতাকর্মীদের নিয়ে কাউন্সিলর খোরশেদ ওই এলাকায় গণসংযোগ করেন।

21427363_1782659205097249_4032276860365369738_o

উল্লেখ্য, কয়েকদিন ধরে রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসার জন্য মাকছুদুল আলম খন্দকার খোরশেদ সকলের প্রতি আহ্বান জানিয়ে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকাভিত্তিক প্রচার চালিয়ে যাচ্ছেন। নিচে তার ফেসবুক ওয়াল থেকে নেয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

প্রিয় নারায়ণগঞ্জবাসী——-
মায়ানমারের বিতারিত রোহিংগাদের সহায়তার জন্য আপানদের ব্যাবহৃত পুরাতন কাপড়,শুকনা খাবার,চিড়া,মুড়ি,বিস্কুট, গুড়,জ্বর,ঠান্ড, কাশি,ডায়রিয়ার ঔষুধ,ত্রিপল,বড় পলিথিন আমাদের কাছে দিতে পারেন।আমরা রোহিংগাদের কাছে পৌছে দিব।নগদ টাকা গ্রহন করা হবে না।
মালামাল পৌছানোর স্থান– ১৩ নং ওয়াড কাউন্সিলার কার্যালয়,৪২ শেরে বাংলা রোড,মাসদাইর,না.গন্জ।ফোন-০১৭১৭১৭৮২৪২,সহায়তা করতে আগ্রহীরা আমাদের ফোন করে জানালে আমরা বাড়ী গিয়ে সংগ্রহ করে আনবো।
“মহান ‘৭১ এর স্বরনে পাশে দাড়ান — রুখে দাড়ান”
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৮:৩৫পিএম/৯/৯/২০১৭ইং)