• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন

সবার আগে টেস্ট ‘সেঞ্চুরি’তে টাইগাররা!


প্রকাশের সময় : মার্চ ১৪, ২০১৭, ১:২৯ PM / ৫১
সবার আগে টেস্ট ‘সেঞ্চুরি’তে টাইগাররা!

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : টেস্ট ক্রিকেট এখন ১৪০ বছরে। আর ইতিহাসের দশম দল হিসেবে বাংলাদেশ ১৫ মার্চ খেলতে যাচ্ছে তাদের ১০০তম টেস্ট। ঐতিহাসিক এই মুহূর্ত নিয়ে নানা উদ্যোগের কথা জানা যাচ্ছে। শ্রীলঙ্কান বোর্ডও কিছু আয়োজন রাখছে। কলম্বোতে বুধবার তাদের বিপক্ষেই সিরিজের দ্বিতীয় টেস্টটা খেলতে নামছে বাংলাদেশ। তার আগে জেনে নিতে হবে বাংলাদেশের আগের ৯৯ টেস্টের আদ্যোপান্ত। পরিবর্তনের পাঠকদের জন্য বিশেষ আয়োজনে ধাপে ধাপে আমরা নানা তথ্য উপাত্ত হাজির করছি।
এই পর্বে আমরা চোখ রাখবো বিশ্বের সবগুলো টেস্ট দলের প্রথম ৯৯ টেস্টের দিকে। সেখানে চোখ রেখে দেখা যাচ্ছে একটি দিক দিয়ে টাইগাররা সবার থেকে এগিয়ে। বলা হয়, বাংলাদেশ টেস্ট খেলার সুযোগ পায় কম। কথাটা যুগের হিসেবে সত্যি। কিন্তু এতো টেস্ট তো আগে খেলা হতো না। তাই দেখা যাচ্ছে অন্য ৯টি টেস্ট খেলা দেশের চেয়ে সময়ের হিসেবে অনেক আগেই টেস্ট খেলার সেঞ্চুরি হচ্ছে টাইগারদের।
বাংলাদেশের টেস্ট অভিষেক ২০০০ সালের ১০ নভেম্বর। ১০০ টেস্টে পা রাখছে ১৫ মার্চ ২০১৭ তে। সব মিলিয়ে ১৬ বছর ৪ মাস ৬ দিনে ১০০ টেস্ট হচ্ছে অভিজাত টেস্ট পরিবারের শেষ সদস্যের। অন্যদের তুলনায় কম সময়ে ১০০ টেস্ট খেলার রেকর্ডটা এখনো শ্রীলঙ্কার। তাদের মাটিতেই তাদের রেকর্ড ভাঙতে যাচ্ছে মুশফিকুর রহীমের দল। শ্রীলঙ্কার ১০০ টেস্ট খেলতে লেগেছিল ১৮ বছর ৩ মাস ২৯ দিন। ১০০ টেস্ট খেলতে সবচেয়ে বেশি সময় লেগেছিল দক্ষিণ আফ্রিকার। কতোদিন জানেন? ৫৯ বছর ১১ মাস ২২ দিন!
কার কতোদিন লেগেছে ১০০ টেস্ট খেলতে :

%e0%a7%ab

(পরিবর্তন)
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:২০পিএম/১৪/৩/২০১৭ইং)