• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

সন্ত্রাস দুর্নীতিমুক্ত শান্তিময় নারায়নগঞ্জ গড়তে চাই : মেয়র আইভী


প্রকাশের সময় : মে ৩, ২০১৯, ১১:১২ PM / ৫৬
সন্ত্রাস দুর্নীতিমুক্ত শান্তিময় নারায়নগঞ্জ গড়তে চাই : মেয়র আইভী

 

(নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন মেয়ের ড. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত নারায়ণগঞ্জ গড়তে চাই। সুন্দর একটা জেলা উপহার দিতে চাই। এতে জনগনের সহযোগীতা প্রয়োজন। সর্বপরি আমি শান্তিময় নারায়ণগঞ্জ চাই। শুক্রবার বিকালে নাসিক সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের নাভানা ভূইয়া সিটি মাঠে প্রায় কোটি টাকা ব্যায়ে উন্নয়ন কাজের উদ্বোধন করতে এসে এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ ভাঙ্গারপুল হইতে শিমরাইল গলাকাটা ব্রীজ পর্যন্ত ডিএনডি ইরিগ্যাশন খাল পুনঃখনন ও খালের পশ্চিম পাড়ে রাস্তা, ড্রেন,ব্রীজ,ওয়াকওয়ে,ল্যান্ডস্কেপিংসহ সৌন্দর্য বর্ধন কাজের উদ্ধোধন করেন নাসিক মেয়র আইভি।
এসময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মুক্তিযোদ্ধা শাহজাহান ভূইয়া জুলহাস, নাসিক ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা, সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মুজ্জাফ্ফর, নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা, নাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল আলম, নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন, প্রকৌশলী মশিউর রহমান, মোস্তাফিজুর রহমান, সুমন চন্দ্র দেবনাথ, ফরিদুল ইসলাম, নারায়ণগঞ্জ শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা জামান মিয়া, মিজানুর রহমান খাঁন রিপন, মুকবুল হোসেন, জোবায়েরসহ এলাকাবাসী।

এসময় মেয়র আইভী আরো বলেন, উন্নয়ন হচ্ছে সিটির প্রতিটা ওয়ার্ডে। সিদ্ধিরগঞ্জে ১০টি ওয়ার্ডেই উন্নয়ন হচ্ছে। শহরের জিমখানা একটি লেক হয়েছে। সিদ্ধিরগঞ্জে লেক হচ্ছে। ৮নং ওয়ার্ড একটি হাসপাতাল হবে। ৬নং ওয়ার্ডে সিটির একটি ৪ তলা আঞ্চলিক ভবন হবে। এভাবে প্রতিটা ওয়ার্ডে উন্নয় হচ্ছে। আমি বঙ্গবন্ধুর সোনার বাংলা, প্রধানমমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ও আমার শান্তিময় নারায়ণগঞ্জ গড়তে চাই। এতে জনগন (আপনাদের) সহযোগীতা প্রয়োজন। পরে মেয়র আইভী সিদ্ধিরগঞ্জ ভাঙ্গারপুল হইতে শিমরাইল গলাকাটা ব্রীজ পর্যন্ত ডিএনডি মেলন খাল পুনঃখনন ও খালের পশ্চিম পাড়ে রাস্তা,ড্রেন,ব্রীজ,ওয়াকওয়ে,ল্যান্ডস্কেপিংসহ সৌন্দর্য বর্ধন কাজের উদ্ধোধন করেন।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:১০পিএম/০৩/০৫/২০১৯ইং)