• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

সত্যিই কি বন্ধ হবে প্রিয়াঙ্কার কোয়ান্টিকো?


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০১৭, ১:৪৮ PM / ৮১
সত্যিই কি বন্ধ হবে প্রিয়াঙ্কার কোয়ান্টিকো?

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে মাতামাতি কম নয়৷ তার একটা বড় কারণ হয়ত মার্কিন টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’তে মুখ্য ভূমিকায় কাজ করা৷ কিন্তু সুখের সময় সব সময় থাকে না৷ সাফল্যের চড়াইয়ের পর ব্যর্থতার উতরাই যে অনিবার্য৷ এমন একটা আভাস পাওয়া যাচ্ছে, যে প্রিয়াঙ্কার কেরিয়ারে হয়ত সেই সময়টাই আসতে চলেছে৷ অবশ্য কেরিয়ার বলতে এখানে বলিউড নয়৷ হলিউড৷ কেমন সে আভাস? সংক্ষেপে বলতে গেলে, ‘কোয়ান্টিকো’-এর দ্বিতীয় সিজন-এর রেটিং নাকি পড়ছে৷

এটা কোনও অনুমান নয়৷ একেবারে সংখ্যাতত্ত্বের হিসেব৷ মার্কিন মুলুকে টিভি সিরিজগুলির রেটিং কেমন রয়েছে, তার নজরদারি চালায় ‘বেয়ারস্ টিভি’৷ এই ওয়েবসাইটের রিপোর্টেই দেখা যাচ্ছে, সিজন ওয়ান-এর চেয়ে সিজন টু-এ দর্শক সংখ্যা বেশ কমেছে৷ পড়ছে রেটিং৷ সংস্থার এও আশঙ্কা এভাবে ‘কোয়ান্টিকো’র রেটিং যদি কমে, তাহলে ‘এবিসি’ চ্যানেল হয়ত এই সিরিজের সম্প্রচার অদূর ভবিষ্যতে বন্ধও করে দিতে পারে৷ এর আগে করণ জোহর -এর টক শো’এ প্রিয়াঙ্কা চোপড়া বলেছিলেন চলতি বছরের এপ্রিল -মে মাস পর্যন্ত শুটিং চলবে ‘কোয়ান্টিকো’ সিজন টু-এর৷

কিন্তু শেষমেষ যদি এই সিরিজের সম্প্রচার বন্ধই হয়ে যায়, তাহলে আর মার্কিন মুলুকে গিয়ে শুটিং-এর ঝক্কি পোহাতে হবে না প্রিয়াঙ্কাকে৷ অবশ্য তাতে সুবিধেই হবে প্রিয়াঙ্কা ‘অনুরাগী’দের৷
হালে বলিউডে প্রিয়াঙ্কা তেমন কাজ করছেন না বলে অনেক অনুরাগীই দুঃখ প্রকাশ করছিলেন সোশ্যাল মিডিয়ায়৷ এবার তাদের সেই আক্ষেপ বন্ধ হবে৷ ‘বেয়ারস্ টিভি’-এর অনুমান যে অহেতুক নয়, তার কিছুটা মিল পাওয়া গিয়েছিল একটি ট্যাবলয়েড -এর প্রতিবেদনেও৷ ওই ট্যাবলয়েড হালে একটি খবরে জানিয়েছিল হলিউডে তার পারিশ্রমিক প্রায় অর্ধেক করে দিয়েছেন যাতে তার কাজের ধারা অক্ষুণ্ণ থাকে৷ কিন্তু তাতেও বিশেষ সুবিধে হবে না বলে সংশ্লিষ্ট মহলের ধারণা৷ এর আগে ‘এবিসি’ চ্যানেল রেটিং কমে যাওয়ার অছিলায় ‘নটোরিয়াস’ আর ‘কনভিকশন’ নামে দুটি সিরিজ বন্ধ করে দিয়েছিল৷ সেটাই কি ‘কোয়ান্টিকো’-এর ভবিতব্য? তা ভবিষ্যতই বলবে! সূত্র : এই সময়

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:৪০পিএম/১১/২/২০১৭ইং)