• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

সংবর্ধিত হলেন স্টীল গিটারের জীবন্ত কিংবদন্তী এনামুল কবির


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০১৮, ১১:২২ PM / ১৪০
সংবর্ধিত হলেন স্টীল গিটারের জীবন্ত কিংবদন্তী এনামুল কবির

জাহাঙ্গীর হোসেন : স্টীল গীটারের জীবন্ত কিংবদন্তী এনামুল কবির সংবর্ধিত হলেন ৭ সেপ্টেম্বর। বাংলাদেশ গীটার শিল্পী সংস্থা এবং ইউটিউব HR Channel এর যৌথ আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। ভেন্যু ছিলো ধানমণ্ডি ক্লাব।

মুক্তিযুদ্ধের কণ্ঠসৈনিক বাবু মনোরঞ্জন ঘোষাল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব কবি আমিনুল ইসলাম, নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মানিক মোহাম্মদ রাজ্জাক, শিল্পী সুমন চৌধুরী, ডক্টর গুলজার হোসেন উজ্জ্বল, ডক্টর হোসনে আরা, ডক্টর খোশরোজ সামাদ, চিত্রশিল্পী রুবাইয়াৎ সানিয়া, ডক্টর আশুতোষ ভক্ত, বিজ্ঞানী আতা এ মাওলা, গিটারিস্ট বিধু চৌধুরী, গিটারিস্ট খালেকুজ্জামান, গিটারিস্ট কামরুল হাসান মাহফুজ, কবি নাহার আহমেদ, সাবেক সচিব ফারুক আহমেদ সিদ্দিকী, প্রকৌশলী নূরুস সাফা, লেখিকা শামসুন্নাহার ফারুক, গানবন্ধু গোলাম ফারুক, শিল্পী সুমন চৌধুরী, নজরুল অনুবাদক আলাউদ্দিন গাজী, বিজ্ঞানী মোস্তাফা আনোয়ার, মরমী কবি আবু নাসির, প্রনস শুভানুধ্যায়ী শিরীন চায়না, আইটি ব্যবসায়ী নাজমুল হক, শেফ-বাচিক শিল্পী আফলাতুন নাহারসহ সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্টজন।

বিজ্ঞানী মোস্তাফা আনোয়ারের পরিবেশনা ছিলো ভিন্নধর্মী। তিনি পর্তুগিজ ভাষায় নজরুল-সঙ্গীত অনুবাদ করেছেন এবং নিয়মিত পরিবেশন করে থাকেন। অবশ্য বাংলাদেশে এই প্রথম পরিবেশন করলেন গীটার লেজেন্ডের সম্মানে।

বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা’র এক ঝাঁক নেতা-কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি ভিন্ন মাত্রা লাভ করে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:২৩পিএম/৯/৯/২০১৮ইং)