• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন

শ্রেণিকক্ষগুলো ডিজিটাল হবে : মোস্তাফা জব্বার


প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০১৮, ১০:০৫ PM / ৫১
শ্রেণিকক্ষগুলো ডিজিটাল হবে : মোস্তাফা জব্বার

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আগামী দিনগুলোতে শ্রেণিকক্ষগুলো ডিজিটালে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

২৪ জানুয়ারি বুধবার জাতীয় সংসদে হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য (এমপি) মাহাবুব আলীর সম্পূরক প্রশ্নের জবাবে জব্বার এ তথ্য জানান।

মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের ক্লাসরুমগুলো আগামীতে পাঠ্যপুস্তক বা কাগজে-কলমে থাকবে এমনটি মনে করার কোনো কারণ নেই। এগুলো ডিজিটাল ক্লাসরুমে রূপান্তরিত হবে।’ এ সময় তিনি সমাজের ধনীদের শ্রেণিকক্ষ ডিজিটালকরণে এগিয়ে আসার আহ্বান জানান।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশে যে পরিমাণে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে, তা যথেষ্ট নয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তথ্যপ্রযুক্তি বিষয়টিকে বাধ্যতামূলক করা হয়েছে। আমি শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই এই রকম একটি দুঃসাহসিক সিদ্ধান্ত নেওয়ার জন্য।’

‘কম্পিউটার এমন একটি বিষয় যা হাতে-কলমে শিখতে হয়। কম্পিউটার যদি না থাকে তাহলে ওই শিক্ষা ফলপ্রসূ হয় না। আমরা মাত্র ছয় থেকে সাত হাজার কম্পিউটার ল্যাব তৈরি করতে পেরেছি। সেই তুলনায় আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি, ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক বেশি। অনেক প্রতিষ্ঠানে যে পরিমাণে ছাত্র-ছাত্রী রয়েছে, সেই তুলনায় আমরা যে ল্যাব প্রতিষ্ঠা করেছি, সেটিও যথেষ্ট না।’

শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি শেখাতে রাষ্ট্রের ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রত্যেক ছেলে-মেয়ে তার কম্পিউটার ল্যাবে বসে তথ্যপ্রযুক্তি শিক্ষা গ্রহণ করতে পারে, সেই ব্যবস্থা আমাদের রাষ্ট্রকে করতে হবে। কিন্তু বিষয়টি চ্যালেঞ্জিং। এটি এত বিশাল আকারের একটি কর্মকাণ্ড, যে কর্মকাণ্ডকে আসলে নিষ্পন্ন করার জন্য আমাদের বড় আকারের প্রস্তুতি নেওয়া দরকার আছে। আমরা কেবল মাত্র খুব ছোট আকারের উদ্যোগগুলো গ্রহণ করতে পেরেছি।’

প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মোস্তাফা জব্বার বলেন, ‘প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাতে কম্পিউটার ল্যাব করা যায়, সে জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়, তবে আমার মন্ত্রণালয়  সেটি বাস্তবায়ন করতে সফল হবে এবং উদ্যোগ গ্রহণ করবে।’

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:০৫পিএম/২৪/১/২০১৮ইং)