• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ১২:১৩ অপরাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকায় এক নতুন মুখ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০১৯, ১১:৩১ AM / ১২৩
শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকায় এক নতুন মুখ

 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে নামার আগে নিজেদের দলে আমূল পরিবর্তন এনেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তবে সে পথে হাটেনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। মাত্র একজন নতুন মুখ নিয়ে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে প্রোটিয়ারা।

সবশেষ সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধান করা হোয়াইটওয়াশ করা স্কোয়াডের সঙ্গে যুক্ত হয়েছেন কেবল ২০ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার উইয়ান অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার হয়ে এখনো পর্যন্ত ৮টি ওয়ানডে খেলেছেন তিনি।
মাল্ডারের অন্তর্ভুক্তির ব্যাপারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির আহ্ববায়ক লিন্ডা জন্ডি বলেন, ‘মাল্ডার দীর্ঘদিন ধরেই আমাদের গেম ডেভেলপমেন্টের অংশ ছিলো। একই সময় আমরা একজন পেস বোলিং অলরাউন্ডারও খুঁজছিলাম। জিম্বাবুয়ের বিপক্ষে গত বছর দুর্ভাগ্যবশত ইনজুরিতে পড়ায় তাকে আমরা মিস করেছি। তবে এখন সে মাঠে নামতে প্রস্তুত।’

শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ১৩ ফেব্রুয়ারি ডারবানে হবে প্রথম ম্যাচ। পোর্ট এলিজাবেথে শেষ টেস্ট শুরু ২১ ফেব্রুয়ারি তারিখে।

টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, টেম্বা বাভুম্না, থিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক, ডিন এলগার, জুবায়ের হামজা, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, উইয়ান মাল্ডার, ডুয়াইন অলিভার, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা এবং ডেল স্টেইন।

টেস্ট সিরিজে শ্রীলঙ্কা স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), নিরোশান ডিকভেলা, লাহিরু থিরিমান্নে, কুশল সিলভা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, মিলিন্দা সিরিবর্ধনে, ধনঞ্জয়া ডি সিলভা, ওশাদা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো পেরেরা, সুরাঙ্গা লাকমল, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্ডো, চামিকা করুনারত্নে, মোহামেদ সিরাজ, লক্ষ্মণ সান্দাকান, লাসিথ এমবালদেনিয়া।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:৩১এএম/৮/২/২০১৯ইং)