• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০১:১৯ অপরাহ্ন

শৈলকুপায় রাতের আঁধারে কৃষকের পেঁয়াজ চারা নিধন


প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৩, ১২:২২ AM / ৯১
শৈলকুপায় রাতের আঁধারে কৃষকের পেঁয়াজ চারা নিধন

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে ৫ কৃষকের বাড়ন্ত পেঁয়াজ চারা নিধন করছে দুর্বৃত্তরা। উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামে সোমবার ঘটনাটি জানা গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে গ্রামবাসী ও ক্ষতিগ্রস্থ চাষীরা জানান।এলাকাবাসী সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের যে কোন রাতের আঁধারে দুর্বৃত্তরা পচনশীল কীটনাশক ছিটিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পেঁয়াজ দানার বাজার চড়া হলেও এ বছর দাম ভাল পাওয়ার আশায় উপজেলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক পেঁয়াজ চাষে ঝুঁকেছে প্রান্তিক চাষীরা। প্রতি কেজি দানা জাতভেদে ৩ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। খন্দকবাড়িয়া গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক মতিয়ার রহমান, আলী আহম্মদ, শাহাদত হোসেন, সাইফুল ইসলাম, সাব্দার আলী।ক্ষতিগ্রস্থ পাশর্^বর্তী উত্তর কচুয়া গ্রামের সাব্দার আলী’র বাড়ন্ত পিঁয়াজ চারায় কে বা কাহারা বিষাক্ত কীটনাশক স্প্রে করেছে এখন পর্যন্ত তার সঠিক তথ্য জানা নেই। মঙ্গলবার দুপুরে বিষয়টি চাষীদের নজরে আসে। ক্ষতিগ্রস্থ শাহাদত হোসেন জানান, ৫ জনের মোট ২৪ কাঠা জমিতে পেঁয়াজ চাষের উদ্দেশ্যে বপনকৃত দানা নিধনের ফলে এ বছর তারা চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। লাখ লাখ টাকা ক্ষতির সম্মুখে এসব চাষীদের এখন মাথায় হাত। এঘটনায় এলাকার অন্যান্য কৃষকের মাঝে রিতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে।কাচেরকোঁল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন জানান, মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনেছি। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ঠাকুরদাস মন্ডল জানান, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।