• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন

‘শেখ হাসিনা ক্ষমতায় না এলে যুদ্ধাপরাধীদের বিচার হতো না’


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০১৮, ১১:২৭ PM / ৬০
‘শেখ হাসিনা ক্ষমতায় না এলে যুদ্ধাপরাধীদের বিচার হতো না’

মহসিন রেজা, মুন্সীগঞ্জ প্রতিনিধি : অ্যার্টনি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না এলে যুদ্ধাপরাধীদের বিচার হতো না, বঙ্গবন্ধু হত্যার বিচার ও জেলহত্যা মামলার বিচার হতো না। দেশ কলঙ্কমুক্ত হতো না। টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের সরকার বাড়িতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বেতকা ইউনিয়নের জনসাধারণের ব্যানারের আয়োজনে ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকলিমা বেগমের সভাপতিত্বে সভায় অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় না এলে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আদালত গঠন করা হতো না, আমিও অ্যাটর্নি জেনারেল হতাম না।  এসব বিচারের কৃতিত্ব আমার নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অতএব দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য শেখ হাসিনার সরকার বারবার দরকার। শেখ হাসিনা অ্যাটর্নি জেনারেল হিসেবে আমার ওপর ১০ বছর আমার আস্থা রেখেছেন। আশা করি মুন্সীগঞ্জ- ২ আসন থেকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আমাকে বিবেচনা করবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম কবির লাবু শিকদার, টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু, উপদেষ্টা হাবিবুর রহমান হবি, লৌহজং উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল ওয়াদুদ খান, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কলমা ইউপি চেয়ারম্যান শেখ আবদুল মোতালেব হোসেন, বিশিষ্ট সোনারং-টঙ্গীবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান আহসান কবির, বীর মুক্তিযোদ্ধা আয়নাল শেখ প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো. মাসুদ মিয়া, লৌহজং উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াস আহমেদ মোল্লা, বিশিষ্ট সংগঠক নাছিরউদ্দিন আহমেদ জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী ডিএম কাদের, আলী হোসেন মতু প্রমুখ

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:২৭পিএম/১৩/৯/২০১৮ইং)