• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন

শিয়া পন্থীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে ৩ সৌদি নাগরিক নিহত


প্রকাশের সময় : জুন ১০, ২০১৮, ১১:৩২ AM / ৩৪
শিয়া পন্থীদের ছোড়া ক্ষেপণাস্ত্রে ৩ সৌদি নাগরিক নিহত

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের অন্তত তিন বেসামরিক লোক নিহত হয়েছে। শনিবার দিবাগত রাতে সীমান্তবর্তী শহর জাজানে এ হামলা চালানো হয়। সৌদি আরবের সরকারি টেলিভিশন আল এখবারিয়ার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। আর সৌদি নেতৃত্বাধীন জোট প্রেসিডেন্ট আব্দু রাবু মানসুর হাদির, যিনি এখন রিয়াদে অবস্থান করছেন, পক্ষ নিয়ে দেশটিতে হুথিবিরোধী অভিযান চালাচ্ছে গত তিন বছর ধরে। এরই জবাবে সাম্প্রতিক সময়ে হুথিরা সৌদি আরবে বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইয়েমেনের চলমান এই গৃহযুদ্ধকে ইরান ও সৌদি জোটের ছায়াযুদ্ধ হিসেবেই মনে করা হচ্ছে। কারণ এখানে ইরানের প্রত্যক্ষ সমর্থনে হাদি সরকারের বিরুদ্ধে লড়াই করছে হুথিরা। আর হুথিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মার্কিন সমর্থিত সৌদি জোট।

সৌদি গণমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি সর্বশেষ হামলার ব্যাপারে বলেছেন, স্থানীয় সময় রাত ২টা ৫৫ মিনিটে জাজানে বেসামরিক লোকদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এতে তিন বেসামরিক লোক নিহত হয়। জোট বাহিনী এর উপযুক্ত জবাব দেবে বলেও সতর্ক করেছেন তিনি।

এর আগে গত মাসে হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তারও আগে এক হামলায় রিয়াদে এক মিসরীয় নাগরিক নিহত হয়।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:৩০এএম/১০/৬/২০১৮ইং)