• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত


প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০১৯, ১০:৩৬ AM / ৩০
শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

মো. আমিনুল হক, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ওই গরু ব্যবসায়ী হলেন- উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর চটকপাড়ার তৈমুর রহমানের ছেলে বিশারত আলী বিশু (২২)। গুলিবিদ্ধ গরু ব্যবসায়ীর মরদেহ সীমান্তে পড়ে রয়েছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে মাসুদপুর সীমান্ত পিলার নং ৪/৪-১ এস এর পাশ দিয়ে বেশ কয়েকজন গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যান। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে থাকা অবস্থায় ভারতীয় শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বিশারত আলী বিশু। স্থানীয় মানিরুল ইসলামসহ কয়েকজন জানান, তারাপুর গ্রামের পাশে মাঠে নিহত একজনের মরদেহ পড়ে থাকতে দেখেছি। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সারোয়ার জানান, ওই এলাকার সীমান্তের দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তারাপুরে একটি লাশ পড়ে আছে শুনেছি। সেখানে বিজিবি সদস্যদের পাঠিয়েছি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে বিষয়টি জানতে চেয়েছি কিন্তু তারাও এ বিষয়ে কোন কথা বলেনি। মনাকষা বিজিবি বিওপি কমান্ডার গোলাম মোস্তফা জানান, সীমান্ত পিলার নং ৪/৪-১ এর কাছে দুপুরে ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফের সাথে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে তাদের গুলিতে বাংলাদেশি নিহতের কথা অস্বীকার করেছে। এর আগে গত ২ এপ্রিল শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে তারাপুর-মন্ডলপাড়ার কালু মোহাম্মদের ছেলে মিলনসহ সেনারুল নামে আরো একজন ও ৪ মার্চ ওয়াহেদপুর সীমান্তে গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জঙ্গিপুর ক্যাম্প বিএসএফ সদস্যদের গুলিতে শিবগঞ্জ উপজেলার পশ্চিম চর পাঁকার বিশ রশিয়া গ্রামের ফড়িং বিশ্বাসের ছেলে টিপু (২০) নিহত হন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৩৭এএম/২১/৪/২০১৯ইং)