• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন

শিবগঞ্জে ৩দিনের বিজ্ঞান-প্রযুক্তি মেলার উদ্বোধন


প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২০, ১১:৪৭ PM / ৩০
শিবগঞ্জে ৩দিনের বিজ্ঞান-প্রযুক্তি মেলার উদ্বোধন

মো. আমিনুল হক, আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ): ‘‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’’ এই শ্লোাগানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনদিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা মাধ্যমিক অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান, কৃষি অফিসার আমিনুজ্জামান, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সদস্য বলেন, ছোট ছোট ক্ষুদে বিজ্ঞানীদের মেধা বিকশিত হবে মেলার মাধ্যমে। মেলায় উপজেলার বিভিন্ন স্কুলের ২২টি স্টল অংশ নেয়। মেলা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত চলবে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:৪৭পিএম/৫/১/২০২০ইং)