• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

শিবগঞ্জে সরকারি জমি জর্ব্ব দখল করে পাকা ঘর নির্মান


প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৪, ২:৫৪ AM / ১৭৮
শিবগঞ্জে সরকারি জমি জর্ব্ব দখল করে পাকা ঘর নির্মান

মো. আমিনুল হক, আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ১ নং বিনোদ নগর মৌজায় অবস্থিত বিনোদ নগর বাগান পাড়া গ্রামের খালি জায়গা সরকারি জমির রাস্তাটি এখন স্থানীয় মাস্তান্দের দখলে এর ফলে সরকারি জমির রাস্তা সরকারের বেদখল হয়ে গেছে । স্থানীয়দের চলাচলের ক্ষেত্রে সকলকে পোহাতে হচ্ছে এক চরম দুর্ভোগ । এলাকাবাসীর অভিযোগ বিনোদ নগর গ্রামের মৃত: নেজামুউদ্দিনের ছেলে মোঃ সেতাব আলী ও মৃত: আকবর আলীর ছেলে আবুল কাশেম আলীসহ আরোও কয়েক জন মাস্তান ক্ষমতার দাপটে সরকারি জমির রাস্তা জোরপুর্বক দখলে নিয়েছে । অত্র গ্রামবাসীর চলাচলের কাঁচা রাস্তাটি সর্ম্পন রুপে বন্ধ করে সেখানে রাস্তার জমির ওপর ইটের গাঁথনী ওয়াল ও টিনের চালা ঘর নির্মান করে বশত বাড়ি হিসাবে বসোবাস করিতেছে । এর ফলে গ্রামবাসীর চলাচলের সরকারি জমির রাস্তা সর্ম্পন বন্ধ থাকার কারনে এই গ্রামের মানুষকে সিমাহীন ভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে ।

।এই ব্যপারে অভিঞ্গ মহলের অভিমত বিষয়টি গুরুত্বসহ কারে প্রয়োজননীয় ব্যবস্থাগ্রহনে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি প্রয়োজন ।