• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন

শিবগঞ্জে রফতানিযোগ্য আম উৎপাদন শীর্ষক প্রশিক্ষণ


প্রকাশের সময় : জুন ১১, ২০২৩, ১১:৩২ PM / ১৫৮
শিবগঞ্জে রফতানিযোগ্য আম উৎপাদন শীর্ষক প্রশিক্ষণ

মোঃ আমিনুল হক,  আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মাসুদ আহমেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম প্রমূখ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আম উৎপাদন, আম রফতানি, রোগ বালাই এবং আম সংরক্ষণের বিষয়ে বিভিন্ন কলাকৌশল শিখিয়ে দেওয়া হয়। শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষকগণ। প্রশিক্ষণে উপজেলার ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।