• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

শিবগঞ্জে বাল্যবিয়ে বন্ধ, কাজীর ৬ মাসের জেল


প্রকাশের সময় : জুলাই ৫, ২০১৯, ১০:১০ AM / ২৫
শিবগঞ্জে বাল্যবিয়ে বন্ধ, কাজীর ৬ মাসের জেল

 

মোঃ আমিনুল হক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে এক মেয়ের বাল্যবিয়ে বন্ধ হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ারুল ইসলাম (৬১) নামে এক কাজীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত কাজী হল- কানসাট ইউনিয়নের বিবাহের নিকাহ রেজিষ্ট্রার। বুধবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম এ রায় প্রদান করেন। জানাগেছে- বুধবার সন্ধ্যায় কানসাট ইউনিয়নের পুলিশ মাইল গ্রামে কনের বাড়িতে বাল্যবিয়ের আয়োজন করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানের টের পেয়ে বিয়ের আসর থেকে কনের পরিবার ও বর পক্ষ পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে কানসাট ইউনিয়নের কাজী আনোয়ারুলকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক কাজীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:১২এএম/৫/৭/২০১৯ইং)