• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন

শিবগঞ্জে কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ


প্রকাশের সময় : মে ৮, ২০২৩, ১১:১৮ PM / ১০১
শিবগঞ্জে কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ

মোঃ আমিনুল হক, আঞ্চলিক প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপি কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে কৃষি হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যাণ) কৃষিবিদ মাসুদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সুনাইন বিন জামান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল আজাদী। অনুষ্ঠানে আলু, মিষ্টি আলু, মুখি কচু, পানি কচু, লতি কচু, গাছ আলু ও কাসাভাসহ কন্দাল জাতীয় ফসল উৎপাদনে নানা প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষককৃষাণ অংশ নেয়।