• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের গরম রডে ছ্যাঁকা দেয়া অভিযুক্ত শিক্ষক বহিষ্কার


প্রকাশের সময় : মে ৭, ২০১৭, ২:১০ PM / ৩৫
শিক্ষার্থীদের গরম রডে ছ্যাঁকা দেয়া অভিযুক্ত শিক্ষক বহিষ্কার

 

ঢাকারনিউজ২৪.কম, টাঙ্গাইল : টাঙ্গাইল শহরের শাহীন শিক্ষা পরিবারের আবাসিক শিক্ষার্থীদের গরম রড দিয়ে ছ্যাঁকা দেওয়ার ঘটনায় অভিযুক্ত সেই শিক্ষককে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষকের নাম বাবুল হোসেন। তিনি ওই আবাসিক ভবনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন।

রোববার দুপুরে টাঙ্গাইল শাহীন কলেজ শাখার আবাসিকের পরিচালক আনোয়ার হোসেন আসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষক বাবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে।

গত শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে আবাসিক ভবন পরিচালক বাবুল হোসেনের বিরুদ্ধে বেশ কয়েকজন শিক্ষার্থীকে লোহার রড আগুনে পুড়িয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠে। প্রতিষ্ঠানটি শহরের রেজিস্ট্রিপাড়ায় অবস্থিত।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/২:১০পিএম/৭/৫/২০১৭ইং)