• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ১১:১২ অপরাহ্ন

শিক্ষাবিদ-বুদ্ধিজীবী-গবেষক আনিসুজ্জামানের জন্ম


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০১৭, ৮:৩৮ AM / ৪০
শিক্ষাবিদ-বুদ্ধিজীবী-গবেষক আনিসুজ্জামানের জন্ম

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আজ ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, শনিবার। ০৬ ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮৬১ – ইতালিতে প্রথম পার্লামেন্ট অধিবেশন বসে।
১৯১৫ – ডুবোজাহাজের সাহায্যে জার্মানির ব্রিটেন অবরোধ শুরু।

ব্যক্তি
১৭৪৫ – ইতালীয় পদার্থবিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টার জন্ম।
১৯৩৭ – শিক্ষাবিদ, গবেষক ও লেখক ইমেরিটাস অধ্যাক আনিসুজ্জামানের জন্ম। কলকাতার পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাটে জন্ম নেওয়া আনিসুজ্জামান ভারতভাগের পর বাংলাদেশে চলে আসেন। প্রত্যক্ষভাবে তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে তাঁর গবেষণা সবিশেষ উল্লেখযোগ্য। এ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, আনন্দ পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।
১৫৬৪ – ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি মাইকেলেঞ্জেলোর মৃত্যু।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৮:৩৬এএম/১৮/২/২০১৭ইং)