• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন

শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শেষ মঙ্গলবার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০১৮, ২:২৮ PM / ৫৫
শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শেষ মঙ্গলবার

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে মঙ্গলবার।

২৫ সেপ্টেম্বর, মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শাবির নিজস্ব ওয়েবসাইট www.admission.sust.edu-এ গিয়ে আবেদন করা যাবে। এর আগে গত ২ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন শুরু হয়েছিল।

এ ছাড়া www.admission.sust.edu/admissionprocedure.pdf এই ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকা পাওয়া যাবে। ভর্তি ফি প্রদান করতে হবে বিকাশ বা রকেট অ্যাকাউন্টের মাধ্যমে।

ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আবেদনের সময় বাড়ানো হবে না, তবে টাকা পেমেন্টের ক্ষেত্রে কয়েক ঘণ্টা বাড়ানো যেতে পারে। তবে ভর্তি কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নিতে হবে।

ভর্তি পরীক্ষা আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৯টায় ‘এ’ এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা হবে সম্পূর্ণ বহু নির্বাচনী প্রশ্নে। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ মার্কস কাটা হবে।

ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য www.admission.sust.edu ওয়েবসাইট থেকে জানা যাবে।(ইউএনবি)

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/২:২৮পিএম/২৫/৯/২০১৮ইং)