• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন

শবেবরাতে আতশবাজি ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ


প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০১৯, ১:০৫ PM / ৩৩
শবেবরাতে আতশবাজি ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ২১ এপ্রিল(রোববার) রাতে পবিত্র শবেবরাত উপলক্ষে সব ধরনের আতশবাজি পোড়ানো ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি’র গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র শবেবরাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে ঢাকা মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএমপি কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নম্বর-৩/৭৬) ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিদ্ধান্ত নিয়েছেন। ২১ এপ্রিল সন্ধ্যা ছয়টা থেকে ২২ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন ও ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১:০৬পিএম/২০/৪/২০১৯ইং)