• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

শতাব্দীর মহানায়ক : বঙ্গবন্ধুকে নিবেদিত গানের আত্মপ্রকাশ


প্রকাশের সময় : মার্চ ১৯, ২০১৯, ৬:৫১ PM / ৩৬
শতাব্দীর মহানায়ক : বঙ্গবন্ধুকে নিবেদিত গানের আত্মপ্রকাশ

সাংস্কৃতিক প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষ্যে সৃষ্টি হয়েছে ‘শতাব্দীর মহানায়ক’ শিরোনামে একটি গান। শিল্পী পারভীন সুলতানার গাওয়া এই গানটি ইউটিউব HR Channel এ ১৭ মার্চ অবমুক্ত করা হয়। ‘একজনই তুমি জাতির জনক / বঙ্গবন্ধু তুমি শতাব্দীর মহানায়ক’ এমন চরণে সুচয়িত বাণীবদ্ধ এই গানটি লিখেছেন শিল্প-সমালোচক রফিক সুলায়মান। সুর করেছেন শিল্পী সুমন মোহাম্মদ হাফিজ।

শিল্পী পারভীন সুলতানা দেশের একজন সুপ্রসিদ্ধ শিল্পী। জাতির পিতাকে নিয়ে একটি গান গাওয়ার স্বপ্ন অনেকদিন ধরেই তিনি লালন করে আসছিলেন। বাণীতে অসাধারণ সুর দিয়েছেন শিল্পী সুমন। মিউজিক আয়োজন সম্পন্ন করেছেন তমাল হাসান।

শিল্প-সমালোচক রফিক সুলায়মান এর আগে নজরুলকে নিয়ে আলোচিত একটি গান লিখেছিলেন। সেটিও ইউটিউবে পাওয়া যাচ্ছে। একান্ত আলাপে তিনি জানিয়েছেন যে, বঙ্গবন্ধুকে নিয়ে আরো কয়েকটি গান লিখতে চান। ‘মুজিব মানে মন্দ্র সপ্তক’ শিরোনামে একটি গান শোকাবহ আগস্টে মুক্তি দিতে চান তিনি।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৬:৪৫পিএম/১৯/৩/২০১৯ইং)