• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:২০ অপরাহ্ন

‘শতভাগ কারখানায় বেতন-বোনাস দেওয়া হয়েছে’


প্রকাশের সময় : জুন ২৪, ২০১৭, ৭:১৩ PM / ৪৫
‘শতভাগ কারখানায় বেতন-বোনাস দেওয়া হয়েছে’

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ দাবি করেছে, শতভাগ কারখানায় শ্রমিকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়া হয়েছে। শনিবার কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান।
এ সময় তিনি জানান, ৮৫ শতাংশ কারখানায় ছুটি হয়ে গেছে। বাদবাকি কারখানাগুলো শনিবারের মধ্যে ছুটি হয়ে যাবে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিদ্দিকুর রহমান জানান, ৩৫টি কারখানায় বেতন-ভাতা দেওয়ায় সমস্যা ছিল। বিজিএমইএর উদ্যোগে তা সমাধান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সহসভাপতি ফারুক হাসান, এস এম মান্নান প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯৮ শতাংশ কারখানায় জুন মাসের অগ্রিম বেতন (আংশিক ও পূর্ণ) দেওয়া হয়েছে। যানজটের কথা চিন্তা করে ভিন্ন ভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন দিন কারখানা ছুটি দেওয়া হয়েছে। কিছু কারখানা বৃহস্পতিবার; কিছু কারখানা শুক্রবার ছুটি হয়েছে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৭:১২পিএম/২৪/৬/২০১৭ইং)