• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

লঙ্কান শিবিরে চাপ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০১৯, ১২:৪৯ PM / ১০৮
লঙ্কান শিবিরে চাপ

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ক’দিন আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে শ্রীলঙ্কা হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়ায় গিয়ে। তার আগে নিউজিল্যান্ড গিয়েও লঙ্কানরা হেরেছে টেস্ট সিরিজ।

গত নভেম্বরেতো নিজেদের মাটিতেই লঙ্কানরা হোয়াইটওয়াশ লজ্জায় ডুবেছে ইংল্যান্ডের কাছে। বিপরীতমুখী এই পারফরম্যান্স বলে দিচ্ছিল শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা হট ফেভারিট। কিন্তু, ডারবান টেস্টের প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকার ফেভারিট তকমায় ধাক্কা লাগে। টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৩৫ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

কিন্তু, দ্বিতীয় দিন শেষে সেই দক্ষিণ আফ্রিকাই চালকের আসনে। এরই মধ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ১৭০ রানে এগিয়ে। দক্ষিণ আফ্রিকাকে আড়াইশ’র নিচে বেঁধে ফেলার স্বস্তি নিয়ে ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা নিজেদের দৈন্যতার প্রদর্শনীই দেখিয়েছেন আরেকবার।

ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার, ক্যাগিসো রাবাদাদের তোপের মুখে মাত্র ১৯১ রানেই গুটিয়ে গেছে লঙ্কানদের প্রথম ইনিংস।

মানে ২৩৫ রান করেও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা পেয়ে যায় ৪৪ রানের লিড। স্বস্তির এই লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ইনিংস শুরু করে স্বাগতিকরা দ্বিতীয় দিন শেষ করেছে ৪ উইকেটে ১২৬ রান। ফলে এরই মধ্যে তাদের লিড দাঁড়িয়েছে ১৭০ রানের। হাতে রয়েছে আরও ৬টি উইকেট।

লঙ্কানদের দুশ্চিন্তার পাহাড় হয়ে এখনো উইকেটে আছেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি ও কুইন্টন ডি কক। না, তারা ব্যাট হাতে এখনো আহামরি কিছু করে বসেননি। ৯৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। ডু প্লেসি ২৫ ও ডি কক ১৫ রান করে অপরাজিত আছেন। তবে দু’জনেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। উইকেটে সেটও হয়ে গেছেন তারা। লঙ্কানদের দুশ্চিন্তাটা সেখানেই।

এর আগে শ্রীলঙ্কার ইনিংসে একটা কাকতালীয় ঘটনাও ঘটে গেছে। লঙ্কান বোলাদের তোপের মুখে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা টিকে পারে মাত্র ৫৯.৪ ওভার। মানে দুই সেশনেই অলআউট! বিস্ময়করভাবে সফরকারী শ্রীলঙ্কানও তাদের অনুসরণ করেছে অবিশ্বাস্যভাবে! ডেল স্টেইনদের আগুনে পুড়ে ৫৯.২ ওভারে অলআউট!

একমাত্র কুশল পেরেরা যা একটু দৃঢ়তা দেখাতে পেরেছেন। পূর্ণ করেছেন ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি। আউট হয়েছেন ৫১ রান করে। বাকিদের কেউই ৩০ পেরোতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেছেন এই সিরিজের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া দিমুথ করুণারত্নে।

এ ছাড়া ডেব্যুট্যান্ট লাসিথ আম্বুলডেনিয়া ২৪, ধনাঞ্জয়া ডি সিলভা ২৩ ও আরেক ডেব্যুট্যান্ট ওসাদা ফার্নান্দো ১৯ রান করেন।

লঙ্কানদের দুইশ’র নিচেই গুঁড়িয়ে দিতে বর্ষীয়ান ডেল স্টেইন ৪৮ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ফিল্যান্ডার-রাবাদা ২টি করে। একটি উইকেট নিয়েছেন অলিভিয়ের।

লঙ্কানদের কম রানে বেঁধে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালোই হয়েছিল। উদ্বোধনী জুটিতে আসে ৩৬ রান। সেখান থেকে ৯৫ পর্যন্ত যেতেই মানে হারিয়ে ফেলে ৪ উইকেট। তখন কিছুটা হলেও চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু, ডু প্লেসি ও ডি কক মিলে চাপটা উল্টো লঙ্কান শিবিরে ঠেলে পাঠিয়েছেন!
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:৪৭পিএম/১৫/২/২০১৯ইং)