• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের সাহায্যে বিএনপির কমিটি গঠন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০১৭, ১:২২ PM / ৪৫
রোহিঙ্গাদের সাহায্যে বিএনপির কমিটি গঠন

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য প্রদানের জন্য বিএনপির পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে কমিটি গঠন করা হয়।

দলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেনকে দলনেতা করে ওই কমিটি গঠন করা হয়।

প্রতিনিধি দলটি শিগগির কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানানো হয়েছে।

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গত শনিবার সকাল ১০ টায় বিএনপির জাতীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
তবে কবে নাগাদ প্রতিনিধি দলটি কক্সবাজারের যাবেন তার দিনক্ষণ এখনো জানানো হয়নি।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

সভায় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, হারুন অর রশিদ, আবদুল আউয়াল খান, মো. সেলিমুজ্জামান সেলিম, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলি।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:২২পিএম/১০/৯/২০১৭ইং)