• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন

রাঙ্গামাটিতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা


প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০১৯, ১০:৩০ PM / ২৯
রাঙ্গামাটিতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

ঢাকারনিউজ২৪.কম, রাঙ্গামাটি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের বাবুপাড়া এলাকায় বসু চাকমা (৪০) নামে জেএসএসের (এমএন লারমা) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার(৪ জানুয়ারি) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে বাবুপাড়া কমিউনিটি সেন্টারের পাশে জ্যোতি প্রভা চাকমার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বসু চাকমা বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নের সম্বভু লাল চাকমার ছেলে।

হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) হিরো বড়ুয়া জানান, সন্ধ্যা ৭টার পর বসু চাকমা নামে একজনকে গুলি করে হত্যার খবর পাই। পরে ঘটনাস্থল থেকে আমরা লাশ উদ্ধার করি।

তিনি জানান, ঘটনাস্থল থেকে লাশের পাশে ১টি একনালা বন্দুক, ১টি কার্টুস পিস্তল, ২ রাউন্ড গুলি, গুলির ৯টি খালি খোসা উদ্ধার করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাঘাইছড়ি উপজেলা সদরের বাবুপাড়ার কমিউনিটি সেন্টারের সামনের একটি ঘরে আমরা সবাই মিলে ভাত খেতে বসেছিলাম। এরই মধ্যে কিছু বুঝে ওঠার আগেই জেএসএস (সন্তু লারমা) সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমাদের বসু চাকমাকে ঘটনাস্থলেই হত্যা করে।

তবে এ ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসের বক্তব্য পাওয়া যায়নি।

 

 

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৩২পিএম/৪/১/২০১৯ইং)