• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন

রহমতের শেষ দিন : মৃত্যুর পরে সওয়াল-জওয়াবের সম্মুখীন হতে হবে


প্রকাশের সময় : মে ১৫, ২০১৯, ১০:২৬ PM / ৩৪
রহমতের শেষ দিন : মৃত্যুর পরে সওয়াল-জওয়াবের সম্মুখীন হতে হবে

মুন্নি আলম মনি : আজ ১৬ মে (বৃহস্পতিবার) মাহে রমজানের ১০ রোজা এবং রহমতের শেষ দিবস। আজ সেহরীর শেষ সময় রাত ৩টা ৪টা ৪৭মিনিট পর্যন্ত এবং ইফতারের সময় ৬টা ৩৮মিনিটে। আজ আমরা আলোচনা করবো কবরের সাওয়াল এবং জওয়াব সম্পর্কে। সাওয়াল শব্দের অর্থ হলো প্রশ্ন এবং জওয়াব শব্দের অর্থ হলো উত্তর। মৃত্যুর পরে প্রত্যেক মানুষকেই সওয়াল-জওয়াবের সম্মুখীন হতে হবে। কবরে দুইজন ফেরেস্তা আসেন এবং মৃত্যু ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন। ১. মান রাব্বুকা – অর্থাৎ তোমার রব কে? ২. মা দীনুকা- অর্থাৎ তোমার দীন কী? ৩. মহানবীকে দেখিয়ে বলা হবে: মান হাযাররাজুল ?-অর্থাৎ এই ব্যক্তিকে প্রথম প্রশ্নের উত্তর হলো : রাব্বি আল্লাহ- অর্থাৎ আমার রব আল্লাহ।দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো: দীনী আল- ইসলাম – অর্থাৎ আমার দীন ইসলাম। তৃতীয় প্রশ্নের উত্তর হলো: হাযা রাসূলুল্লাহ-অর্থাৎ ইনি আল্লাহর রাসূল । পৃথিবীতে যারা আল্লাহ ও রাসূলের কথা মতো চলছে তারাই এ প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারবেন।

কিন্তু আল্লাহ ও তাঁর রাসূলের থামতো চলে নাই তারা সঠিক উত্তর দিতে পারবেনা। তখন আফসোস করে বলবে, হায়! আল্লাহ আমিতো কিছুই জানিনা।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:২৮পিএম/১৫/৫/২০১৯ইং)