• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:১০ অপরাহ্ন

রমজান তুমি এলেঃ-২


প্রকাশের সময় : মে ১৮, ২০১৯, ১১:১৯ AM / ৪৭
রমজান তুমি এলেঃ-২

রমজান তুমি এলেঃ-২
–মোশারফ রায়হান

ধরনীর বুকে যদি বিরাজ করো বারমাস তুমি
দুঃখেরো দুঃখী হতেও আমি আছি রাজি।

সুখের সুবাতাস বহে বিধাতার সৃষ্টির সকল প্রানে
রমজানুল মোবারক শুভেচ্ছায় বিবেদ ভ্রান্তি যায় ভুলে।

তুমি এলে আদরে কদরে ভুবন জুড়ে বাড়ে মায়া
আর নম্র-ভদ্রতার আচরনে বাড়ে ভালবাসা।

তুমি এলে খুশির বর্ষা নামে এই জগৎ সংসারে
নষ্ট বিবেক গুলো জ্বলে উঠে মানবতার আলোতে।

হৃদয়ের স্পন্দন কেঁপে উঠে সম্পর্কের টানে
আর ফুটপাতের মন মরা ঐ প্রাণ গুলোর মায়াতে।

তুমি এলে মসজিদের শূন্যস্থান হয়ে যে পূরণ
প্রাণ ফিরে পায় ধূলো মাখা আল-কোরআন।

নামাজ রোজা ইবাদাতে সবাই যেন মুমিন সাজে
রমজান তুমি এলে ধন্য হই আমি সময় যায় অপাপে।

রমজান তুমি এলে ঈমানের খুঁটি হয় যে খাঁটি
ঘুমন্ত শহরে জ্বলে উঠে পূন্য রোজগারের বাতি।

ব্যস্ত নগরীর ব্যস্ত মানব মানবতায় হয় আত্মসংযমী
বদলে যায় চলনগতি বৃষ্টির মত করে রোজগার নেকী।

তোমার মাঝে রয়েছে রহমত,মাগফিরাত আর নাজাত
রমজান তুমি যে মহান প্রভুর রহমতের অশেষ নেয়ামত।

চাইলে ক্ষমা প্রার্থনায় বিধি করেছেন অঙ্গিকার
পাপ-পূন্যের খাতা থেকে মুছে দিবেন সব পাপ।

রমজান তুমি থাকলে মরণ হলে আমার হবে ঈদ আনন্দে
করি যে তাই আরাধনা তুমি এসো ফিরে শতবার জীবনে।

(ঢাকারনিউজ২. কম/কেএস/১১ঃ১৮এএম/১৮/৫/২০১৯ইং)