• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

রমজানে বাংলালিংকের বিশেষ অফার


প্রকাশের সময় : জুন ৬, ২০১৮, ৫:৫৭ PM / ২২
রমজানে বাংলালিংকের বিশেষ অফার

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক পবিত্র রমজান মাস উপলক্ষ্যে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় সব অফার।

বাংলা লিংকের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ‘অ্যামেজিং রমজান’ নামের একটি প্যাকেজ চালু করেছে বাংলালিংক, যেটির মাধ্যমে গ্রাহকরা রমযান সম্পর্কিত স্বাস্থ্য টিপস, ইসলাম সংক্রান্ত ফ্রি ভিডিও, ইফতার-সেহেরির সময়সূচি, নামাজের সময়সূচিসহ আরও নানা ধরনের ইসলামিক সেবা পাবেন।

দিন প্রতি মাত্র ২.৪৪ টাকায় পুরো রমজান মাস জুড়ে এই অফার পাওয়া যাবে। *২২০০*১৪৩# ডায়াল করে সার্ভিসটি চালু করা যাবে।

এছাড়া ইফতারের আনন্দ দ্বিগুণ করতে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা সিক্স সিজনস হোটেল, গ্র্যান্ড ওরিয়েন্টাল হোটেল, পিকাসো, লেকশোর হোটেল বনানী, প্লাটিনাম সুটস, হান্ডি ইন্ডিয়ান বিস্ট্রোসহ দেশের বিভিন্ন স্বনামধন্য হোটেল-রেস্টুরেন্টে ইফতার ও ডিনারের ক্ষেত্রে উপভোগ করতে পারবেন ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার।

সর্বমোট ১৮টি জনপ্রিয় হোটেল-রেস্টুরেন্টে গ্রাহকরা এই অফার উপভোগ করতে পারবেন। নির্দিষ্ট কোড লিখে মেসেজ পাঠালেই বাংলালিংক গ্রাহকরা পুরো রমজান মাস জুড়ে এই সুবিধা পাবেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.banglalink.net/en/priyojon-category?tid=155

হোম ডেলিভারির সুবিধা পেতে চাইলে ‘Hungrynaki’-তে বাংলালিংক গ্রাহকরা প্রোমো কোডের মাধ্যমে ২০০ টাকার ছাড় পাবেন ২০০০ টাকার উপরে খাবার অর্ডারের ক্ষেত্রে। এছাড়া যেকোনো পরিমাণ খাবার কেনাকাটায় নিশ্চিত ৫০ টাকা ছাড় পাবেন প্রিয়জন গ্রাহকরা। এর পাশাপাশি প্রিয়জন গ্রাহকরা ঈদ উপলক্ষ্যে দেশজুড়ে ৩৫০টিরও বেশি প্রিয়জন পার্টনারদের কাছ থেকে ৫৫% পর্যন্ত ছাড় পাবেন।

বাংলালিংক-এর হেড অফ বেইজ ম্যানেজমেন্ট শাহরিয়ার হাসান বলেন, ‘পবিত্র রমজান মাসে গ্রাহকদের প্রয়োজনের কথা মাথায় রেখে বাংলালিংক বিভিন্ন অফার নিয়ে এসেছে। দেশজুড়ে বেশ কিছু সংখ্যক জনপ্রিয় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে বাংলালিংক গ্রাহকদের বিভিন্ন সুবিধা প্রদান করবে পুরো রমজান মাস জুড়ে। আমরা আশা করছি, অফারগুলি রমজান মাসে গ্রাহকদের বিভিন্ন চাহিদা পূরণে সাহায্য করবে।”

গ্রাহকদের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ আকর্ষণীয় অফার আনতে চায় বাংলালিংক।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৫:৫২পিএম/৬/৬/২০১৮ইং)