• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন

রওশন এরশাদকেই জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০১৯, ২:০৮ PM / ৩৮
রওশন এরশাদকেই জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : অবশেষে রওশন এরশাদকেই জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা দিলেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। একই সঙ্গে আগামী ৬ মাসের মধ্যে কাউন্সিলের ঘোষণা দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আনিসুল ইসলাম মাহমুদের রাজধানীর গুলশানের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আজ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ।

এর আগে সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় উপনেতা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, ‘পার্টিতে কী হচ্ছে? জাতীয় পার্টি কি আবার ভাঙতে যাচ্ছে? অতীতে কিন্তু জাপা ভেঙেছে। আসুন সবাই মিলে পার্টিটাকে ভাঙনের হাত থেকে রক্ষা করি।’

সংবাদ সম্মেলনে সিনিয়র নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোহেল রানা, সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, মজিবুল হক চুন্নু, নাসিম ওসমান, ফখরুল ইমাম, লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম ওমর, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ ও সফিকুল ইসলাম সেন্টু।

ভেতরে যখন সংবাদ সম্মেলন চলছিল, বাইরে তখন হাজার হাজার নেতাকর্মী স্লোগানে মুখর করে তুলে বাসবভন প্রাঙ্গণ।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:০৭পিএম/৫/৯/২০১৯ইং)