• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

যৌন হেনস্থা : রাজকুমারের পাশে অমরদীপ ঝা


প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০১৯, ১০:৩৫ AM / ৪২
যৌন হেনস্থা : রাজকুমারের পাশে অমরদীপ ঝা

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : #MeToo ঝড়ে বেসামাল বলিউড, একাধিক তাবড় তাবড় ব্যক্তিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে তাজ্জব অনেকেই। আলোক নাথা, নানা পাটেকর, অনু মালিক, রজত কাপুর, সাজিদ খান, বিকাশ বেহল, কৈলাস খের, বিবেক অগ্নিহোত্রীর পর এই তালিকায় এবার নাম জুড়ল খ্যাতনামা পরিচালক রাজকুমার হিরানিরও। তবে রাজকুমারের মতো ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ কিছুতেই যেন বিশ্বাস করতে পারছেন না অনেকে। ‘সঞ্জু’ পরিচালকের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগে পরিচালকের পাশে দাঁড়ালেন অভিনেত্রী অমরদীপ ঝা।

‘বলিউড লইফ’-এর তরফে অমরদীপের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি হতবাক, বিশ্বাস করতে পারছি না। ওনার মতো মানুষ যাকে আমি অনেক কাছ থেকে চিনি। সিনেমার সেটে উনি একজন দেবদূতের মতো। উনি সিনেমার সেটে সকলের সঙ্গে সমান ব্যবহার করেন। সিনেমার শ্যুটিং করতে গিয়ে ওর সঙ্গে সবসময়ই কথা হতো, তবে যেটা শুনছি বিশ্বাস হচ্ছে না। ওনার সম্পর্কে আমি এমনটা স্বপ্নেও ভাবতে পারি না। ওই মহিলা যা বলেছেন তার বক্তব্যের ঠিক বেঠিক বিচার করতে আমি যাচ্ছি না। তবে আমি ভীষণভাবে বিশ্বাস করি উনি (রাজকুমার হিরানি) এমনটা করেননি। এমনকি ওনাকে (রাজকুমার) সিনেমার সেটে একটা খারাপ মন্তব্য, বা মজা করতেও দেখিনি কখনো। সেটে উনি (রাজকুমার হিরানি) একজন দেবদূতের মতো। আমি অভিযোগকারিণীকে চিনি না, আমি কী ঘটেছে জানিও না। তবে এটুকুই প্রার্থনা করি, যিনি নিরাপরাধ, তিনি যেন সঠিক বিচার পান।’

প্রসঙ্গত, অমরদীপ ঝা এমন একজন অভিনেত্রী যিনি রাজকুমার হিরানি ‘পিকে’, ‘থ্রি ইডিয়টস’-এর মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন। রাজকুমার হিরানির বিরুদ্ধে যিনি যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তিনি বিধু বিনোদ চোপড়া ও অনুপমা চোপড়াকে পাঠানো ইমেলে লিখেছেন,’ স্যার, এধরনের ঘটনা ঘটেছিল শুধুমাত্র ক্ষমতায়নের জন্য। উনি একজন ক্ষমতাবান ব্যক্তি, আর আমি নেহাতই সহকারী মাত্র। আমি পুরো বিষয়টি কখনো আপনার কাছে মুখে ব্যক্ত করতে পারতাম না।’ অভিযোগকারিণী আরো লিখেছেন, ‘ওই রাতে আমার মন ও শরীর পুরোটাই দূষিত হয়ে উঠেছিল। যার জের চলেছিল টানা ৬ মাস ধরে।’

এবিষয়ে রাজকুমার হিরানির আইনজীবী আনন্দ দেশাই জানিয়েছেন, ‘পুরো অভিযোগটাই মিথ্যা, অপমানজনক, ফাঁসানোর জন্যই এমন অভিযোগ আনা হয়েছে।’সূত্র: জিএন

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৩৩এএম/১৪/১/২০১৯ইং)