• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

যোগাযোগ ব্যবস্থাকে বদলে দেবে স্যাটেলাইট : প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : মে ৫, ২০১৭, ১০:০০ PM / ৪৩
যোগাযোগ ব্যবস্থাকে বদলে দেবে স্যাটেলাইট : প্রধানমন্ত্রী

ঢাকারনিউজ২৪.কম:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগে একসঙ্গে কাজ করে বেশকিছু বিষয়ে সফল হয়েছে বাংলাদেশ-ভারত। এবার স্যাটেলাইট উৎক্ষেপণেও আমরা সফল হবো। আমি বিশ্বাস করি, এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে বদলে দেবে এই স্যাটেলাইট।

শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণ উপলক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে গণভবন থেকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশীয় স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে এই অঞ্চলের মানুষ বিভিন্ন ইস্যুতে পরস্পরের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে। দক্ষিণ এশিয়ার সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।

এই ভিডিও কনফারেন্সে অংশ নেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সরকার প্রধানরা ।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ১০.০২পিএম/০৫//২০১৭ইং)