• ঢাকা
  • রবিবার, ০২ Jun ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মসূত্রের নাগরিকত্ব অধিকার বাতিল


প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০১৮, ৯:১২ AM / ৪১
যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মসূত্রের নাগরিকত্ব অধিকার বাতিল

 
ঢাকারনিউজ২৪.কম,ডেস্ক: যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মসূত্রের নাগরিকত্ব অধিকার বাতিল করছে যুক্তরাষ্ট্র সরকার। নাগরিক নন এবং অনথিভুক্ত মার্কিন অভিবাসীর সন্তানদের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব প্রদান সংক্রান্ত একটি আইন বাতিল করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প তার এই পরিকল্পনার কথা জানান।
ট্রাম্প বলেন, দেশটিতে ১৯৬৮ সাল থেকে চালু থাকা এই বিশেষ সুবিধা বাতিল করতে আইনি পরামর্শকদের সঙ্গে কাজ করছেন তিনি।
এই আইন মোতাবেক যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণকারী যে কেউ স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, বিশ্বে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যেখানে সন্তান জন্ম নিলে সে সরাসরি মার্কিন নাগরিকত্ব পায়।

(ঢাকারনিউজজ২৪.কম/কেএস/০৯:০১৪এএম/৩১/১০/২০১৮ইং)