• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ‘কালো তালিকায়’ ২৮ চীনা প্রতিষ্ঠান


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০১৯, ১১:০৩ AM / ২৬
যুক্তরাষ্ট্রের ‘কালো তালিকায়’ ২৮ চীনা প্রতিষ্ঠান

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ২৮ চীনা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিদের ওপর নিপীড়নের অভিযোগে ওই প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

এর ফলে ওই চীনা প্রতিষ্ঠানগুলো ওয়াশিংটনের অনুমতি ছাড়া কোনও মার্কিন পণ্য কিনতে পারবে না। চীনের ওই ২৮টি প্রতিষ্ঠানের মধ্যে সরকারি এবং প্রযুক্তিগত বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান উইঘুর মুসলিমদের ওপর নজরদারিতে সহায়তা করেছিল।

এটাই প্রথম নয়। এর আগেও বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে গত মে মাসে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে চীনের বৃহত্তম টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করা হয়।

দীর্ঘদিন ধরেই উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে চীন। বেশ কিছু মানবাধিকার সংগঠনের দাবি, উইঘুর মুসলিমদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে এবং তাদের বন্দি শিবিরে আটকে রাখা হয়েছে। যদিও চীনের দাবি এগুলো চরমপন্থার বিরুদ্ধে উন্মুক্ত প্রশিক্ষণ কেন্দ্র।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:০৩এএম/৮/১০/২০১৯ইং)