• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

যতই লবিস্ট নিয়োগ করেন, আপনাদের কথায় আর কাজ হবে না : জয়নুল আবদীন ফারুক


প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৩, ১১:২৩ PM / ২৮৭
যতই লবিস্ট নিয়োগ করেন, আপনাদের কথায় আর কাজ হবে না : জয়নুল আবদীন ফারুক

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন- ‘‘যতই বড় বড় লবিস্ট নিয়োগ করেন, আপনাদের কথায় আর কাজ হবে না। যারা কথায় কথায় বিদ্যুতের দাম বাড়াবে, কথায় কথায় গ্যাসের দাম বাড়াবে, তাদের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম।’’

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট চোর বলে আখ্যা দেন।

একদফা দাবি বাস্তবায়নে শনিবার (২৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপি আয়োজিত কালো পতাকা গণমিছিল কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

গণমিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না ও সাধারন সম্পাদক কাউন্সিলর আয়শা আক্তার দিনা, ডলি আহমেদ প্রমুখ।

বক্তব্য শেষে কালো পতাকা হাতে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের হয়। পরে শহরের মন্ডলপাড়া ব্রিজে গিয়ে মিছিলটি শেষ হয়।