• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন

‘মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক ৬৯০ কোটি টাকা লেনদেন’


প্রকাশের সময় : মার্চ ১১, ২০১৭, ৮:৫৩ PM / ৩৩
‘মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক ৬৯০ কোটি টাকা লেনদেন’

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৬ সালের অক্টোবরের মাসিক প্রতিবেদন অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক ৬৯০ কোটি টাকার লেনদেন হচ্ছে। শনিবার সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক এ সেবার বর্তমান সার্ভিস চার্জ কমানোর লক্ষ্যে ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যাংক এবং মোবাইল অপারেটরদের সাথে একাধিক বার সভা করেছে এবং ওই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মুহিত বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত বিশাল জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা প্রদানের অনুমোদন দেয়।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকগুলোকে শাখার পরিবর্তে এজেন্ট নিয়োগ করে আর্থিক সেবা প্রদান করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, গ্রাহক পর্যায়ে ব্যয়ের বিষয়টির সাথে এজেন্টের সহজলভ্যতা এবং স্বল্প সময়ের বিষয়টি বিবেচনা করলে তা গ্রাহকের জন্য সুবিধাজনক প্রতীয়মান হয়। সূত্র : বাসস
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৮:৫২পিএম/১১/৩/২০১৭ইং)