• ঢাকা
  • রবিবার, ১৬ Jun ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন

মোদীর মুখোমুখি হয়ে ট্রল হলেন পরিণীতি!


প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০১৯, ১১:৫৩ AM / ৫৫
মোদীর মুখোমুখি হয়ে ট্রল হলেন পরিণীতি!

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রীর মুখোমুখি বলিউডের এক ব্যস্ত অভিনেত্রী। একই ফ্রেমে ধরা পড়লেন দু’জনে। কিন্তু সেই ছবি নিয়েই শোরগোল সোশ্যাল মিডিয়ায়। ট্রল হলেন পরিণীতি। কিন্তু কেন? কী কারণে মজা করা হচ্ছে পরিণীতিকে নিয়ে?

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি বলিউডের বেশ কয়েকজন তারকার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নরেন্দ্র্ মোদী। সেই সাক্ষাতের ছবি ক’দিন ধরেই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিগুচ্ছের একটি ছবিই এবার ভাইরাল। সেই ছবিতে ট্রল হলেন নায়িকা।

ছবিতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী তার দিকে করমর্দনের হাত বাড়াচ্ছেন। কিন্তু পরিণীতি পাল্টা হাত না বাড়িয়ে নমস্কার করছেন। নেটিজেনদের কৌতূহল, কেন পরিণীতি মোদীর সঙ্গে করমর্দন করলেন না? সেই নিয়ে নানা কৌতুকপূর্ণ মন্তব্য লক্ষ করা যাচ্ছে।

অবশ্য এই প্রথম নয়। এর আগেও একাধিক বার ট্রলড হয়েছেন পরিণীতি। সম্প্রতি ‘নমস্তে ইংল্যান্ড’ ছবির প্রোমোশনে একটি পোশাক পরার কারণেও তাকে ট্রল করা শুরু করেন নেটিজেনরা।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:৫২এএম/২৬/১/২০১৯ইং)