• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

মেয়েদের আইপিএলে বাংলাদেশের জাহানারা


প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০১৯, ২:৪৪ PM / ৩৮
মেয়েদের আইপিএলে বাংলাদেশের জাহানারা

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্যও আইপিএল চালু করেছে বিসিসিআই। গেল মৌসুমে দুইটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে মাঠে গড়িয়েছিল টুর্নামেন্টটি। এবারকার আসরে বেড়েছে আরেকটি দল।

মেয়েদের এই আইপিএলের দ্বিতীয় আসরে ডাক পেয়েছেন বাংলাদেশের পেসার জাহানারা আলম। ভেলোসিটি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলবেন তিনি। যে দলের অধিনায়ক মিতালি রাজ।

জাহানারাই প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার যিনি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন।

ছয় দিনের এই টুর্নামেন্টে অংশ নেবে মোট দল তিনটি। ভেলোসিটি ছাড়াও রয়েছে সুপারনোভাস ও ট্রেইলব্লেজার্স। সুপারনোভাসের অধিনায়ক হারমপ্রিত কৌর। আর টেইলব্লেজার্সের অধিনায়ক স্মৃতি মান্ধানা।

প্রতি দলে ১৩ জন করে খেলোয়াড় থাকবে। এর মধ্যে বিদেশি কোটা রয়েছে চারটি। ভেলোসিটিতে জাহানারা ছাড়াও বিদেশি কোটায় রয়েছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের, ইংল্যান্ডের ড্যানিয়েল ওয়াট, ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুজ।

চার ম্যাচেই শেষ হয়ে যাবে টুর্নামেন্টটি। ৬ মে সুপারনোভাস ও ট্রেইলব্ল্যাজার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল মাঠে গড়াবে ১১ মে। উইমেন্স টি-টুয়েন্টিকে জনপ্রিয় করতেই এই উদ্যোগ নিয়েছেন ভারতীয় বোর্ড।

বাংলাদেশের হয়ে ৩৫ ওয়ানডেতে ৩০ উইকেট নিয়েছেন জাহানারা। ৩৮টি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তার উইকেট সংখ্যা ৩৯ টি।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/২:৪৩পিএম/২৬/৪/২০১৯ইং)