• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

মেডিকেল ছাত্রদের শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০১৭, ৮:৪৩ AM / ৪৪
মেডিকেল ছাত্রদের শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আজ ২২ ফেব্রুয়ারি, ২০১৭, সোমবার। ১০ ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

জন্ম
• ১৭৩২-মার্কিন স্বাধীনতা সংগ্রামী ও প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন।
• ১৭৮৮-জার্মান দার্শনিক আর্থার শোপেন হাওয়ার।
• ১৮২৭-প্রবন্ধকার ও চিন্তাবিদ ভূদেব মুখোপাধ্যায়।
• ১৮৫৭-জার্মান পদার্থবিজ্ঞানী হেনরিখ হার্টজ।
• ১৮৫৭-বয়স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল।
• ১৮৮৯দার্শনিক ও ঐতিহাসিক রবিন জর্জ কলিংউড।
• ১৯০০-স্প্যানিশ চলচ্চিত্র পরিচালক লুই বুনুয়েল।
• ১৯০৬-কবি, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমালোচক হুমায়ুন কবীর।
•১৯০৬-অভিনেতা পাহাড়ী সান্যাল (নগেন্দ্রনাথ)।
• ১৯৬২-অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ত্ব স্টিভ আরউইন।

ঘটনা
• ১৭৮৩-রংপুরের পাটগঞ্জে ব্রিটিশ বাহিনীর সঙ্গে কৃষক বিদ্রোহীদের
মুখোমুখি সংঘর্ষ হয়।
• ১৯২৪-আমেরিকার প্রেসিডেন্ট কেলভিন কুলিজ হোয়াইট হাউস থেকে রেডিওতে ভাষণ দেন।
• ১৯৪৮-চেকোস্লোভাকিয়ায় কমিউনিস্ট বিপ্লব সংঘটিত হয়।
• ১৯৫২-ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা শহীদ মিনার বানানোর
সিদ্ধান্ত নেন।
• ১৯৬৯-গণঅভ্যুত্থানের মুখে আগরতলা ষড়যন্ত্র মামলা তুলে নেওয়া হয়।
• ১৯৭৪-পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।
• ১৯৭৯-সেন্ট লুসিয়া স্বাধীনতা লাভ করে।

মৃত্যু
• ১৯৫৮-মাওলানা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেন।
• ১৯৯৯-কবি তালিম হোসেন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৮:৪০এএম/২২/২/২০১৭ইং)