• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে লাইনম্যান বজলুর, যে কোনো সময় অনশনের ডাক


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০১৯, ৬:০৯ PM / ২৯
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে লাইনম্যান বজলুর, যে কোনো সময় অনশনের ডাক

বিশেষ প্রতিনিধি : সম্প্রতি বরিশাল পল্লী বিদ্যুত সমিতি-১ এর আওতাধীন মেহেন্দিগঞ্জ সাব জোনাল অফিসের লাইনম্যান গ্রেড -২ মোঃ বজলুর রহমান এইচটি লাইনে শর্ট খেয়ে মাটিতে পড়ে যাবার পর এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। রিপোর্ট লেখা পর্যন্ত তাকে মেহেন্দিগঞ্জ থেকে বরিশাল হাসপাতালে ভর্তির জন্য স্পীড বোটে আনা হচ্ছে বলে জানিয়েছে একটি সূত্র।

জানা গেছে, বজলুর রহমানকে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার আশিষ কুমার মন্ডল একজন নন ইলেকট্রিশিয়ান দিয়ে সাইড দেন। লাইনম্যান বজলুর রহমান নন ইলেকট্রিশিয়ান নিয়ে সাইডে যেতে রাজি ছিলেন না। তাকে ভয়ভীতি দেখিয়ে চাকরির সমস্যা করে দিবে বলে জোরপূর্বক সাইডে পাঠিয়ে দেয়া হয়। তার মন-মানসিকতা খারাপ থাকায় এবং অতিরিক্ত কাজের চাপে দূর্ঘটনা ঘটেছে বলে দাবি পল্লী বিদ্যুতে কর্মরত লাইনম্যানদের। তারা দাবি করেন- সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার আশিষ কুমার মণ্ডলের কারনে দূর্ঘটনা ঘটেছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে সহকারী জুনিয়র ইন্জিনিয়ার আশিষ কুমার মন্ডলের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় তারা। শাস্তি নিশ্চিত না করলে বরিশাল পল্লী বিদ্যুত সমিতি-১ এর কর্মচারীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হবে বলে জানিয়েছে বিশ্বসস্ত একটি সূত্র। সূত্রমতে যে কোনো সময় অনশনের ডাক দিতে পারে তারা।
(ঢাকারনিউজ২৪.কম/আরকেএন/এসডিপি/৬:০৯পিএম/১৪/১১/২০১৯ইং)