• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন আসছে মুদ্রানীতি


প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০১৭, ৯:১১ PM / ৩০
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন আসছে মুদ্রানীতি

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখার বিষয়টিকে প্রধান্য দিয়ে ২০১৬-১৭ অর্থবছরের শেষ ছয় মাসের (জানুয়ারি-জুন) জন্য নতুন মুদ্রানীতির ঘোষণা আসছে। ২৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এ মুদ্রানীতি ঘোষণা করবেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,অর্থবছরের শেষ ছয় মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই হবে নতুন মুদ্রানীতির প্রধান লক্ষ্য। এছাড়া বর্তমানে বেসরকারি খাতে বিনিয়োগ মন্দা। অথচ তফসিলি ব্যাংকগুলোর কাছে অলস টাকার প্রবাহ জমে আছে। নতুন মদ্রানীতিতে এ বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। বিশেষভাবে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বাড়ানোর দিকে বিশেষ মনোযোগ দেওয়া হবে।

এ ছাড়া নতুন মুদ্রানীতিতে কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহজ ও স্বল্প সুদে ঋণ পাওয়ার বিষয়টিও নজরদারিতে রাখা হবে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:০৫পিএম/২০/১/২০১৭ইং)