• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন

মুখোমুখি আর্জেন্টিনা-বলিভিয়া


প্রকাশের সময় : মার্চ ২৮, ২০১৭, ১২:১৬ PM / ৩৫
মুখোমুখি আর্জেন্টিনা-বলিভিয়া

ঢাকারনিউজ২৪.কম:

বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা দলে ব্যাপক রদবদল হতে যাচ্ছে। চিলির বিপক্ষে খেলা ছয়জনই থাকছে না। আশানুরূপ খেলতে না পারা আগুয়েরোকেও প্রথম একাদশে রাখেননি এদগার্দো বাউসা।

বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসির একমাত্র গোলে চিলির বিপক্ষে জেতা ম্যাচে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞা পেয়েছেন গনসালো হিগুয়াইন। একই কারণে বলিভিয়ার বিপক্ষে খেলতে পারবেন না নিকোলাস ওতামেন্দি, হাভিয়ের মাসচেরানো ও লুকাস বিগলিয়া। চোট পেয়ে ছিটকে পড়েছেন গাব্রিয়েল মের্কাদো ও এমানুয়েল মাস।

বলিভিয়ার লা পাসে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।

দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আক্রমণভাগে বার্সেলোনা তারকা মেসির পাশে খেলবেন সাও পাওলোর স্ট্রাইকার লুকাস প্রাতো। মাঝমাঠে বিগলিয়া ও মাসচেরানোর জায়গায় ঢুকেছেন এভার বানেগা ও অভিষেকের অপেক্ষায় থাকা গিদো পিসাররো।

নিয়মিত খেলোয়াড়দের অনেকে না থাকলেও লা পাসে জয়ের ব্যাপারে আশাবাদী বাউসা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, লা পাসে আমরা জিততে চাই। তবে আমরা জানি এটা সহজ নয়। উচ্চতা একটা বাধা।

প্রতিপক্ষের মাঠে আর্জেন্টিনার সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়। শেষ তিনটি অ্যাওয়ে ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা। তবে পুরনো ভুল শুধরে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী বাউসা।

১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা।
৩০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকেট প্রায় নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। উরুগুয়ে ২৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে কলম্বিয়া। ৭ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে নবম স্থানে বলিভিয়া।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /১২.১৫ এএম/২৮//২০১৭ইং)