• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

মুক্তি


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০১৮, ৮:০৪ AM / ৩৭
মুক্তি

আলাউদ্দিন গাজী
_____________________________________
বিজ্ঞাপন ও বস্তুতে তফাত আছে
মানুষ মানুষে তফাত থাকবে নিশ্চয়।
কথায় নেই মুক্তি, কেউ বলেছে এমন
মুক্তি তা হলে কোথা ? শিকল ছিঁড়ে তবে?

জগত ছিল অন্ধকারে আলো দিল চোখ,
জন্মের মাঝে মুক্তি তব শান্তি চরাচর ।
জন্ম নিয়ে পৃথিবী করেছি আলোকিত
আমার চোখ দেখেছে সকল অনাগত।
অহংকারী মন চায় না মুক্তি তব
জীবন সত্য, মুক্তি সত্য, মৃত্যু সত্য জেন।