• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

মিয়ানমারে ফের পুলিশ-রোহিঙ্গা সংঘর্ষ, বহু হতাহত


প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০১৭, ১:২৭ PM / ৩৮
মিয়ানমারে ফের পুলিশ-রোহিঙ্গা সংঘর্ষ, বহু হতাহত

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ ও বিদ্রোহী রোহিঙ্গাদের সংঘর্ষে এখনও পর্যন্ত কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, আর ২১ জন বিদ্রোহী রোহিঙ্গা।

বৃহস্পতিবার রাতে রোহিঙ্গারা পুলিশের ২৪ টি চেকপোস্টে হামলা চালালে এ সংঘের্ষের ঘটনা ঘটে। এখনও কিছু কিছু এলাকায় সংঘর্ষ চলছে বলে রয়টার্স জানিয়েছে।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘উগ্রপন্থী বাঙালি বিদ্রোহীরা উত্তর রাখাইন প্রদেশের মাউংদাও এলাকার একটি পুলিশ পোস্টে বোমা হামলা চালায়। রাত একটার পর আরও ২৩টি চেকপোস্টে হামলা চালানো হয়। এসময় পুলিশ ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এছাড়া সেনাবাহিনীকে সংঘর্ষে জড়াতে তারা একটি সেনা ক্যাম্পেও হামলার চেষ্টা চালায়।’

রাখাইন রাজ্য নিয়ে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের পক্ষ থেকে এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার একদিন পরই পুলিশের ওপর এই হামলার ঘটনা ঘটলো।

গত অক্টোবরেও এ ধরনের হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হয়। সেই ঘটনার পর সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণসহ ব্যাপক নির্যাতন চালায় বলে অভিযোগ রয়েছে।

সেনাবাহিনীর অভিযানের কারণে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পাড়ি জমায়। সেসময় জাতিসংঘ মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবতার বিরোধী অপরাধের অভিযোগ আনে।

আনান কমিশনের ওই প্রতিবেদনে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর আরোপিত বিভিন্ন রাষ্ট্রীয় বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। তবে রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিক হিসেবে আখ্যা দিয়ে মিয়ানমার সরকার সবসময়ই তাদেরকে নিজেদের নাগরিক হিসেবে অস্বীকার করে আসছে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:২৬পিএম/২৫/৮/২০১৭ইং)