• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

মিয়ানমারকে হারিয়ে মূল পর্বে বাংলাদেশের মেয়েরা


প্রকাশের সময় : মার্চ ১, ২০১৯, ৯:১১ PM / ৫৯
মিয়ানমারকে হারিয়ে মূল পর্বে বাংলাদেশের মেয়েরা

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : মনিকা চাকমার একমাত্র গোলে মিয়ানমারকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে উঠেছে বাংলাদেশের মেয়েরা।

মিয়ানমারের মানদালা থিরি স্টেডিয়ামে শুক্রবার(১ মার্চ) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় খেলাটি শুরু হয়।

বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের ‘বি’ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারায় বাংলাদেশ।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই বি-গ্রুপ থেকে চূড়ান্তপর্বের টিকিট পেল বাংলাদেশ।

আগামী রোববার চীনের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

নিজেদের প্রথম ম্যাচে ফিলিপিন্সকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।

মিয়ানমারকে হারানো চীন শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলিপিন্সকে ৭-০ গোলে হারিয়ে মূল পর্বের টিকেট নিশ্চিত করে।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপে বাংলাদেশের ওপরে আছে তারা।

খেলার শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে মনিকার দুর্দান্ত গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ডান দিক থেকে নেওয়া এই মিডফিল্ডারের কর্নার বাঁক খেয়ে লাফিয়ে ওঠা গোলরক্ষকের গ্লাভসে ছুঁয়ে জালে জড়ায়।

এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী ফুটবল দল।

বাংলাদেশের আগে চীনের বিপক্ষে ৫-০ গোলে হেরে যায় মিয়ানমার।

চীনের কাছে প্রথম ম্যাচে ৫-০ গোলে হেরেছিল মিয়ানমার। টানা দুই হারে মূল পর্বে ওঠার আশা শেষ হয়ে গেছে তাদের।

বাছাইয়ের প্রথম পর্বে ৬ গ্রুপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, চীন, লাওস, অস্ট্রেলিয়া, মিয়ানমার ও থাইল্যান্ড। সেরা দুই রানার্সআপ ভিয়েতনাম ও ফিলিপিন্স। তবে থাইল্যান্ড স্বাগতিক হিসেবে সরাসরি মূল পর্ব খেলবে বলে তাদের বদলে ওই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ মিলেছে ইরানের। এএফসির এবারের নিয়ম অনুযায়ী এই আট দল নিয়ে দুই গ্রুপে হচ্ছে দ্বিতীয় রাউন্ড। দুই গ্রুপের থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল যাবে থাইল্যান্ডে মূল পর্বে।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৯:১২পিএম/১/৩/২০১৯ইং)